রৌমারীতে ঈদের দুই দিনে সড়ক দুর্ঘটনায় আহত ১৯
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলার বিভিন্ন স্থানে মটরসাইকেল ও অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঈদের দিনে ভোর রাতে শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামে অটো ভ্যান খাদে পড়ে ৪ জন, যাদুর চরে অটো ভ্যান ও বাইসাইকেল সংঘর্ষে ২ জন। ঈদের দ্বিতীয় দিনে সদর রৌমারী ইউনিয়নে বাইসাইকেল ও অটো ভ্যান সংঘর্ষে ১, চর শৌলমারীতে মটরসাইকেল ও অপর মটরসাইকেল সংঘর্ষে ৩ জন, দাঁতভাঙ্গায় মটর সাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। কোন কোন স্থানে মটরসাইকেল আটকে রাখা হয়েছে। এবং স্থানীয় লোকজন আহত ব্যাক্তিদের সাহায্য করে। কেউ বা স্থানীয় পল্লী ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করে। আবার কোন কোন আহত ব্যাক্তি উপজেলা হাসপাতালে ভর্তি হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শংকর কুমার বিশ্বাস জানান, ঈদের সময় যানবাহন বৃদ্ধি পাওয়া ও ঈদের খুশিতে যানবাহন দূরুত্ব চালানোর জন্য এ দূর্ঘটনা ঘটে।
(এসএইচএস/এলপিবি/সেপ্টেম্বর ২৬, ২০১৫)