নিউজ ডেস্ক :বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিনায় শয়তানের স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে নিহত ১৪ জন ভারতীয়র মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে।নিহত মুন্সি আব্দুল আজিজ উত্তর দিনাজপুরের হেমাতাবাদ এলাকার আনাপুর গ্রামের বাসিন্দ‍া।

পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও গুজরাটের বাসিন্দাদের মৃত্যুর খবর এসেছে। এরমধ্যে গুজরাটের বাসিন্দা রয়েছেন ৯ জন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৩ জন ভারতীয় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।এছাড়াও পশ্চিমবঙ্গের অন্য এক বাসিন্দা রিচ বেগম মিনায় পদদলিত হয়ে আহত হয়েছেন।



(ওএস/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৫)