আদালত বর্জন কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডাকা কর্মসূচি শুরু হয়েছে।
এ সময় বিএনপি সমর্থক একদল আইনজীবী বার ভবনের নিচে বিক্ষোভ শুরু করে। এসময় বার ভবন থেকে দোতলা দিয়ে সুপ্রিম কোর্টের মুল ভবনরে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।
রবিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন কর্মসূচি চলবে। এছাড়া সোমবার সারাদেশে বিক্ষোভ, মঙ্গলবার সারাদেশে মানববন্ধন এবং ২৮ ও ২৯ মে সারাদেশে কালো পতাকা মিছিল করবেন তারা।
উল্লেখ্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং অ্যাডভোকেট চন্দন সরকারসহ সব অপহরণ-খুনের বিচার দাবিতে শনিবার ডাকা আইনজীবী ফোরামের মহাসমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার সারাদেশে আদালত বর্জনের ডাক দেওয়া হয়।
(ওএস/জেএ/মে ২৫, ২০১৪)