খালেদা জিয়া বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন: হানিফ
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন।
শনিবার বিকেলে রাজধানী কাওরান বাজার টিসিবি ভবন নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া আইনের শাসনের প্রতি বিশ্বাসী নন। অর্থ চোরাচালান, খুন ও অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত থাকার ফলে বিএনপির চেয়ারপারসন ও তার দলের লোকজন বিচার বিভাগের প্রতি ক্ষুব্ধ। তাই বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে তারা সুপ্রিম কোর্ট চত্বরে সমাবেশ করতে গিয়েছিল।
(ওএস/এটিআর/মে ২৪, ২০১৪)