নোয়াখালী প্রতিনিধি: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০১৫ইং উপলক্ষে প্রতিবারের ন্যয় এবারও আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে নোয়াখালীর শ্রী শ্রী রাধা গোকুলানন্দ গৌরহরি মন্দির হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রার শুভ উদ্ভোধন করেন শ্রৗ শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রী রসপ্রিয় দাশাধিকারী।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি সকাল ৯টায় আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে মাইজদী বাজার শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মোউৎব মন্দির প্রাঙ্গণে সমাপ্তি হয়। এ ছাড়াও শোভাযাত্রায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, সরকারী ম্যাটস্, হিন্দু বৌদ্ধ্য ঐক্য পরিষদসহ আরো বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করে। তিনদিনব্যাপী বিভিন্ন সাংষ্কৃতিক উনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, ধর্মীয় নাটক এবং বড় পর্দায় ধর্মীয় চলচিত্রসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হযেছে ।

(কেডিএন/এলপিবি/সেপ্টেম্বর ০৫, ২০১৫)