বগুড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষক নিহত
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৫৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উত্তরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
দেলোয়ারের সফরসঙ্গী আবুল কালাম সরকার ও নুর আলম জানান, শুক্রবার গাড়িতে করে কুমিল্লা জেলার কাশিমপুর থেকে জয়পুরহাট ফিরছিলেন দেলোয়ারসহ কয়েকজন। পথে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামিয়ে মিষ্টি কেনেন তারা। দেলোয়ার মিষ্টি কিনে রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওএস/এইচআর/মে ২৪, ২০১৪)