নওগাঁর পাহাড়পুরে কমিউনিটি পুলিশিং সমাবেশে
নওগাঁ প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার চত্বরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ডিজিটাল এ্যাওয়ার্ড প্রাপ্ত নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেন, ব্রিটিশ শাসন আমলের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে কোন মিল নাই। কারণ দেশ এখন স্বাধীন। আর বর্তমানে পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে। ফলে পুলিশ আর জনতার মধ্যে কোন ভেদাভেদ নেই। বদলগাছী থানা ও বদলগাছী কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আরও বলেন, মাদকের সঙ্গে কোন আপস নেই। যে কোন মূল্যে সন্ত্রাস ও মাদক নির্মূল করে নওগাঁ জেলা তথা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি কোন পুলিশ সদস্য মাদক বা সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাকেও কোন ছাড় দেয়া হবে না বলে ঘোষনা দেন তিনি।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ৩, ২০১৫)