রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে আটক অং নং ইয়ং রাখাইন (২৫) নামে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির এক সদস্যসহ তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আসামিদের উপস্থিতিতে রবিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাস তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার পুলিশ তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় রোববার আবার শুনানির দিন ধার্য করে আদালত।

প্রসঙ্গত, বুধবার রাজস্থলী উপজেলার তাইতং পাড়ার এক বাড়ি থেকে আটক করা হয় আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইনকে। এসময় তার কাছ থেকে ঘোড়া, ল্যাপটপ, ক্যামেরা, আরাকন আর্মির পোশাক উদ্ধার করা হয়।

পরে শুক্রবার ওই বাড়ির দুই কেয়ারটেকার মং চু অং মারমা ও যশো অং মারমারকে আটক করে পুলিশ। এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে।


(ওএস/এসসি/আগস্ট৩০,২০১৫)