মান্দায় সিসিডিবি ফোরামের কার্যালয় দখলের অভিযোগ
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির পরিচালনায় সেতু বহুমুখী সমবায় সমিতি লিঃ নামে একটি ফোরামের কার্যালয় দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলকারীরা রাতের আধাঁরে কার্যালয়ের তালা ভেঙ্গে দখল নিয়ে সমিতির সাইনবোর্ড, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গায়েব করে দিয়েছে। ঘটনায় ফোরামের পক্ষে ইউএনওর কাছে গত ২৯ জুলাই অভিযোগ করা হলেও এখন পর্যন্ত সেটি দখলমুক্ত হয়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৬ সেপ্টেম্বর উপজেলার কির্তলী গ্রামের আব্দুর রশিদ গাইনের নিকট থেকে দেড়শতক জমি কিনে ফোরামের কার্যালয় স্থাপন করা হয়। এরপর দীর্ঘ ১৫ বছর ধরে ওই কার্যালয়ে ফোরামের যাবতীয় কার্যক্রম সম্পাদন হয়ে আসছে। এ অবস্থায় গত ২৭ জুলাই জমি বিক্রেতা আব্দুর রশিদ গাইন ও তার স্ত্রী ফোরামের কার্যালয়ে লাগানো তালা ভেঙ্গে সেটি জবরদখল করে নেয়।
সমিতির সভাপতি হোসনে আরা জানান, কালীগ্রাম সেতু বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য সংখ্যা রয়েছে ৩১ জন। এ কার্যালয়ে ১৫ বছর ধরে সদস্যদের নিয়মিত সঞ্চয় ও ঋণ আদান-প্রদানসহ অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। হঠাৎ করেই আব্দুর রশিদ ও তার স্ত্রী রাতের অন্ধকারে এটি দখল করে নিয়ে সাইনবোর্ডটি গায়েব করে দেন। বেঞ্চ, টেবিল, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য আসবাসপত্র দখল করে নিয়ে সেখানে তারা বসবাস করছেন।
সভাপতি হোসনে আরা আরো জানান, সমিতির সদস্যদের মধ্যে চলতি বছরে ১ লাখ ৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। কার্যালয় বেদখল হয়ে যাওয়ায় সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রম বিঘিœত হচ্ছে। কার্যালয়টি দখলমুক্ত করতে গত ২৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খানের নিকট অভিযোগ করা হয়েছে। এক মাস পেরিয়ে গেলেও সেটি দখলমুক্ত হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ফোরামের নিকট জমি বিক্রির সত্যতা স্বীকার করে দখলকারী আব্দুর রশিদ বলেন, তিনি গরীব মানুষ। উপযুক্ত জায়গা না থাকায় সেটি দখল করে বসবাস করছেন। দখলকৃত স্থাপনাটি সিসিডিবি ফোরামের কার্যালয় ছিল বলে নিশ্চিত করেন স্থানীয় আব্বাস আলী সরদার, আব্দুল জলিল, আহাদ আলীসহ আরো অনেকে। ইউএনও সাইফুর রহমান খান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, কার্যালয়টি দখলমুক্ত করতে মান্দা থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, কয়েকদফা চেষ্টা করেও ফোরামের কার্যালয়টি দখলমুক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ফোরাম নেতৃবৃন্দকে আদালতের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
(বিএম/পি/অাগস্ট ২৭, ২০১৫)