স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: ভূমিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি: ভুমিমন্ত্রী শামসুর রহমান শরিফ বলেছেন, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। যারা বাসে পেট্রোল বোমা মেরে অন্যের মানবাধিকার ভঙ্গ করে তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না।
বিএনপিকে উদ্যেশ্য করে এসময় ভূমিমন্ত্রী আরো বলেন, গত একটি বছর আপনারা বাসে পেট্রোল বোমা মেরে, ইট দিয়ে মাথায় আঘাত করে মানুষ হত্যা করেছেন। এখন সকাল-বিকাল মানবাধিকার নিয়ে কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, এগুলো আপনাদের মানায় না।
তিনি আরো বলেন, আপনারা আগে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করুন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করুন তারপর এদেশে গনতন্ত্র ও আইনের শাসনের দাবি করুন।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় ভূমি ব্যবহার নীতি-২০০১ এর আলোকে “জাতীয় ভূমি জোনিং” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী একথাগুলো বলেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভূমি জোনিং এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ কফিল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস প্রমূখ।
(এসএস/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)