রাঙ্গামাটিতে আরাকান আর্মির সদস্য সন্দেহে আটক ১
নিউজ ডেস্ক: বাংলাদেশের রাঙামাটির একটি উপজেলা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য সন্দেহে একজন যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে অং ইউ ইয়াই রাখাইন নামের ওই যুবককে আটক করা হয়।
অতিরিক্ত নাজমুল হাসান জানান, রাজস্থলীর একটি খামার বাড়িতে অভিযান চালিয়ে একটি তালাবন্ধ কক্ষ থেকে তাকে আটক করা হয়। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার কাছ থেকে কয়েকটি আরাকান আর্মির পোশাক, পোশাকের কাপড়, তিনটি ল্যাপটপ ও ক্যামেরা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বান্দরবানের থানচিতে বিজিবি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে গোলাগুলির পর ঐ এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এরপর বিচ্ছিন্নতাবাদীদের সন্ধানে পার্বত্য জেলাগুলোয় অভিযান শুরু করা হয়।
(ওএস/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)