ভাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : বুধবার (১৯ অাগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তি পুরুষ (৪৫) এর মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মোঃ জালালউদ্দিন বলেন, বৈদ্যুতিক তার ছিড়ে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডের বেশ কয়েকটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ঐ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। সে বেশ কিছুদিন যাবৎ ভাঙ্গা বাজার স্ট্যান্ডে ঘোরাফেরা করত। এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শফিকুল হক বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এডি/পি/অাগস্ট ২০, ২০১৫)