রৌমারীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলার দক্ষিন টাপুরচর গ্রামের ফাতেমা খাতুন (২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অব্যাহত নির্যাতন সহ্য করতে না পেরে আজ রবিবার দুপুর ১২টার দিকে স্বামীর বাড়িতে নিজের ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে গেছে।
উপজেলার দক্ষিন টাপুর চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নিহত ফাতেমা খাতুন। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে বাড়ির সবার অজান্তে সে আত্মহত্যা করেছে। তবে গ্রামের মানুষ তার মৃত্যুকে নিয়ে নানা প্রশ্ন তুলেছে। রৌমারী থানার ওসি সোহরাব হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে আসলে কি ঘটেছে।
(আরএস/এলপিবি/আগস্ট ১৬, ২০১৫)