বান্দরবানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা
বান্দরবান প্রতিনিধি : জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণার উন্মেষ, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি, নবজাতকের যত্ন ও পুষ্টি বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আঞ্চলিক পরিচালক শফিউল আলম। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক কাজী মো. মুজিবর রহমান, সিভল সার্জন ডা. মং তে ঝ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. উক্য উইন মারমা, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাবেক সভাপতি বাদশা মিয়া মাষ্টার, এ কে এম জাহাঙ্গীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু। কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ডা. অং সা লু মারমা।
দিনব্যাপী আয়োজিত কর্মশালায় ২০২০ সালের মধ্যে বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ শতভাগ নিশ্চিত করা, নিরাপদে মাতৃত্ব গ্রহণ, নবজাতকের যত্ন ও পুষ্টির ব্যাপরে নারীদের ধারনা দেয়া এবং দেশের সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য সচেতন করে ছোট পরিবার প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার নানা বিষয় উপস্থাপিত হয়।
(এএফবি/এএস/মে ২২, ২০১৪)