আলমডাঙ্গায় জামায়াতের ৫ নেতা-কর্মী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, রাতে আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের আব্দুস সালামের বাড়িতে ১০-১২ জন জামায়াত নেতা-কর্মী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জামায়াত এর ওয়ার্ড সেক্রেটারী আবুল কালাম (৫০), মনোয়ার হোসেন (৩৫), দুলু মিয়া (৪২), জামায়াত কর্মী সাইফুল ইসলাম (৪৮) ও বিরাম (৫০)।
ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় ১৬/২ ধারার বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
(ওএস/এইচআর/মে ২২, ২০১৪)