নিউজ ডেস্ক : বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে র‌্যাব বিরোধী সম্মেলনে যোগ দেবেন ১৮ দলীয় জোট নেত্রী ও বিএনপির দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপি এ সম্মেলনের আয়োজন করেছে।

খালেদা জিয়ার সম্মেলনে যোগ দেবার কথা জানিয়েছেন ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালাম। তিনি জানান, খালেদা বিকাল ৪টায় অনুষ্ঠানে হাজির হবেন। তার সাথে মঞ্চে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীসহ র‌্যাবের হাতে গুম হওয়া ঢাকা মহানগর বিএনপি’র ২২ পরিবারের সদস্যরা।

দলীয় সূত্রে জানা যায়, গুম, খুন ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া র‌্যাব বাতিল করার দাবি জানিয়েছেন। ওই দাবির পক্ষে জনমত তৈরি করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে গুম হওয়া নেতাকর্মীদের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জানা যায়।

(ওএস/অ/মে ২২, ২০১৪)