কক্সবাজার প্রতিনিধি : বুধবার বিকালে কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই বোন নার্গিস আক্তার (৯) ও আনিসা আক্তারের (৭) লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। মৃত দু’জন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ার মাওলানা এনাম উল্লাহর মেয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামু উপজেলার বান্দরজ্যারকোম এলাকা সংলগ্ন বাঁকখালী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা লাশ দু’টি উদ্ধার করে।

নার্গিস আক্তার স্থানীয় জামেয়াতুল ছালিহা বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণি ও তার বোন আনিসা আক্তার তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র তাবদাহে অতিষ্ট হয়ে বুধবার দুপুরে দুই বোন বাঁকখালী নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ১৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর সকালে তাদের মৃতদেহ পাওয়া যায়।

(ওএস/অ/মে ২২, ২০১৪)