নিউজ ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ীতে মিলন সরকার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গতরাত সোয়া ১টার সময় উপজেলার দেওটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন সরকার দেউটি ইউনিয়নের সারেং বাড়ির নাদেরুজ্জামানের ছেলে ও ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি স্থানীয় মুহুরীগঞ্জ বাজারে ডেকোরেটরের ব্যবসা করতেন।

এলাকাবাসী জানায়, রাতে বাড়ির পাশে মাছ শিকার করতে বের হন মিলন। দুর্বৃত্তরা ধারোলো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন নিহতের ভাই আবদুল মোতালেব। তিনি খুনিদের শাস্তি দাবি করেন।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে মিলনকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছুই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ওএস/এসসি/আগষ্ট০৮,২০১৫)