স্টাফ রিপোর্টার : ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে আরো কঠোর হতে হবে বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

 

শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিৎ। এ ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত আছে।

মধ্যবর্তী নির্বাচন হবে কি-না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন হওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মেয়াদ শেষের একদিন আগেও নির্বাচন হবে না।

এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা বঙ্গমাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।

(ওএস/এএস/আগস্ট ০৮, ০৮, ২০১৫)