গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমামন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার ভ্রাম্যমান আদালত ভূয়া হারবাল চিকিৎসক সেলিম চৌধুরীকে ওই দণ্ড প্রদান করেন।

ওই চিকিৎসক শহরের ঝুমুর সিনেমা হল মার্কেটের হারবাল রিচার্স সেন্টার নামক প্রতিষ্ঠান খুলে রোগেীদের সাথে প্রতারণা করে আসছিল। অভিযানের পর তার প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধের খালি কভার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(এসএএম/পি/অাগস্ট ০৫, ২০১৫)