গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের নবম শ্রেণির দুই ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় প্রধান শিক্ষক কৌশলে স্কুল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি।

পুলিশ, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, নগরীর কোনাবাড়ির বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন (৫২) কয়েক দিন আগে ৯ম শ্রেণির দুই ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। রাজি না হলে পরীক্ষায় নাম্বার কমিয়ে দেওয়ারও হুমকি দেয়। শিক্ষার্থীরা বিষয়টি অভিভাবকদের জানান। ঘটনাটি জানাজানি হলে বুধবার শিক্ষার্থী এবং অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে। টের পেয়ে প্রধান শিক্ষক কৌশলে স্কুল থেকে পালিয়ে যান।

দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি, পুলিশ এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বৈঠকে বসে পরিচালনা কমিটি দুপুরের পর স্কুল ছুটি ঘোষণা করেন। এছাড়া আগামী তিনদিনের মধ্যে জবাব দেওয়ার জন্যে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

স্থানীয় কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা জানান, শোকজের জবাব পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জয়দেবপুর থানার কোনাবাড়ির পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে।

(এসএএস/পি/অাগস্ট ০৫, ২০১৫)