বগুড়া প্রতিনিধি : মেডিকেল কলেজে ১ম ও ২য় বর্ষের ক্যারি অন সিস্টেম বাতিলের প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ১ম ও ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ১ম ও ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা মঙ্গলবার সকাল থেকে ক্লাস বর্জন শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে অবিলম্বে ক্যারি অন সিস্টেম বাতিলের আদেশ প্রত্যাহারের জন্য স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। দাবী না মানা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ২৩ তম ব্যাচের জাহিন, মাহির, অর্পণ, দ্বীপ, জয় প্রমূখ।এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরাও ক্লাশ বর্জন কর্মসূচি শুরু করেছে।

(এএসবি/পি/অাগস্ট ০৪, ২০১৫)