রাঙ্গামাটিতে বিজিবি'র অভিযানে চোরাই কাঠ আটক
নিউজ ডেস্ক: শুক্রবার রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পুরাতন মারিশ্যা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১লাখ ৩৫ হাজার টাকার চোরাই কাঠ আটক করেছে বিজিবি।
বাঘাইছড়ি উপজেলাধীন ৩৯ বিজিবি অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মারিশ্যা জোন হাবিলদার মীর হোসেনের নেতৃত্বে একটি টহল দল উপজেলার উত্তর পশ্চিম দিকে পুরাতন মারিশ্যা বাজার (মাস্টার পাড়া) নামক স্থানে অভিযান চালান। এসময় অবৈধ ও মালিক বিহীন ৬৭ দশমিক ৯৪ ঘনফুট(৬৯ টুকরা) চোরাই কাঠ আটক করা হয়।
সূত্র জানায়, এসব চোরাই কাঠের বর্তমান বাজার মূল্য এক লক্ষ ৩৫ হাজার ৮৮০ টাকা। আটককৃত চোরাই কাঠ বন বিভাগের মারিশ্যা বিটে হস্তান্তর করা হয়েছে।
আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
(ওএস/এলপিবি/আগস্ট ১, ২০১৫)