রৌমারীতে অবৈধ নির্বাচনী পোস্টার অপসারণ
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলার তিন ইউপি সাধারণ নির্বাচনে অবৈধ ভাবে লাগানো নির্বাচনী পোস্টার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল-ওয়াল থেকে অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর কুমার বিশ্বাস আজ বৃহষ্পতিবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তা অপসারন করেন। যেসব প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী পোস্টার লাগিয়েছিল তা নিজেদের অপসারণ করতে বাধ্য করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস জানান, বন্দবেড়, দাঁতভাঙ্গা ও চর শৌলমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা তাদের পোস্টার লাগিয়েছিল। যা প্রার্থীরা নিজেরাই তা অপসারন করে।
উল্লেখ্য যে, আগামি ৫ আগস্ট উপজেলার ওই তিন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(আরএস/এএস/জুলাই ৩০, ২০১৫)