নওগাঁ প্রতিনিধি : “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার নওগাঁ জেলা পর্যায়ের জাতীয় মৎস্য সপ্তাহর কর্মসূচী শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় স্থানীয় এমপি মোঃ আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি শোভাযাত্রা সার্কিট হাউস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল শহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম এবং সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। এর আগে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অপরদিকে জেলার রানীনগরে পোনা অবমুক্ত করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ ইসরাফিল আলম এমপি। পরে ইউএনও মনিরুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলার পতœীতলায় পুকুরে পোনা অবমুক্ত করন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। বদলগাছী উপজেলা সদরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় এমপি মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

(বিএম/এসসি/জুলাই ২৮, ২০১৫)