রাঙামাটি প্রতিনিধি :রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ নিহত হয়েছে দুইজন। শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরতলির খেপ্যেপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, গুলিতে সাবেক শান্তি বাহিনীর সদস্য আশুতোষ তালুকদার ওরফে সুপ্রিয় (৫৫) নিহত হয়েছেন। অন্যদিকে নিহত শিশুটির নাম জানা যায়নি। ঘটনার সময় আশুতোষ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে। এ সময় তার পাশে থাকা একটি শিশুও গুলিবিদ্ধ হয়। দু’জনই ঘটনাস্থলে নিহত হয়।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ রবিবার সকালে দুইজন নিহতের ব্যাপারে বলেন, নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

(ওএস/এসসি/জুলাই২৬,২০১৫)