লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কলেজ শিবির সভাপতি আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কপিলউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মাকছুদুর রহমান মাসুদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শিবির সভাপতি মাসুদ ওই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা আবুল কালামের ছেলে।
চন্দ্রগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এইচআর/মে ২১, ২০১৪)