চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মিনি ডিপ-টিউবওয়েলের ঘর থেকে ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ককটেল ও বোমাগুলো উদ্ধার করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিকড়া গ্রামের মিনি ডিপ টিউবওয়েলের ঘর থেকে ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিনি ডিপ টিউবওয়েলের মালিক ওই গ্রামের আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করা হয়েছে।
(ওএস/এসসি/জুলাই২১,২০১৫)