বিরোধীদলের রাজনীতি দুর্বল হয়ে পড়েছে
নোয়াখালী প্রতিনিধি : বিরোধীদলের রাজনীতি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিরোধী দল বিভিন্ন কারণে রাজনৈতিক সংকটে আছে।
রবিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নিজ নির্বাচনী এলাকার রংমালা বাজার ও মাওলা বাজারসহ বিভিন্ন এলাকার লোকজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সড়ক ব্যবস্থার কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে সড়ক যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি হয়েছে। যার প্রমাণ এবার মানুষ সাচ্ছন্দে বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে পেরেছেন।
সড়ক পথে, রেল পথে ও নৌ পথে যাত্রীদের কোনরকম অসুবিধা বা সমস্যার মুখোমুখী হতে হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে ওবায়দুল কাদের সকালে মুসাপুর বাংলাবাজারে ঈদ পুর্নমিলনী ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি ছাত্র শিক্ষক ও অভিভাবকদেরকে উচ্চ শিক্ষা ও মানসম্মত শিক্ষা লাভ করার আহ্বান জানান।
এ সময় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সাল ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকালে নোয়াখালী-ফেনী সড়কের মেরামতে অবহেলার জন্য এবং চৌমুহনী ফোর লেনের কাজের অগ্রগতি ও কাজের মান খারাপ হওয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের কুমিল্লা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহাম্মদসহ চার প্রকৌশলীকে শোকজ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
একই সঙ্গে নোয়াখালী-ফেনী সড়কের কার্যাদেশের শর্তানুযায়ী ঠিকাদাররা কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে তাদের কার্যাদেশ বাতিল করা হবে বলেও জানান তিনি।
(ওএস/অ/জুলাই ১৯, ২০১৫)