সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ মুলিবাড়ীতে বাস চাঁপায় মটর বাইক আরোহী স্বামী, স্ত্রী এবং সন্তান নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সয়দাবাদ মুলিবাড়ীতে টাঙ্গাইল থেকে বগুড়াগামী একটি মটর বাইককে বগুড়া গামী বেপরোয়া গতির নাবিল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মটর বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাইকে থাকা শিশু সহ ৩ আরোহী রাস্তার ক্ষত বিক্ষত হয়ে রাস্তার উপর পড়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বগুড়া শেরপুরের মোঃ আবুল হোসেন, তার স্ত্রী টাঙ্গাইল ঘাটাইলের কান্দুলিয়ার গ্রামের মাহফুজা খাতুন এবং তাদের আড়াই বছর বয়সী পুত্র সন্তান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ দুর্ঘটনা ঘটানো বাসটিকে আটক করেছে। স্থানীয় লোকজন দূর্ঘটনায় নিহত আবুল হোসেনের প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(এসএস/পি/জুলাই ১৬, ২০১৫)