উপজেলা চেয়ারম্যানকে পুড়িয়ে হত্যা
থমথমে অবস্থা ফেনীর, বিজিবি মোতায়েন
ফেনী প্রতিনিধি : ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে তার সমর্থকরা। ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত একরামের সমর্থকরা মহাসড়কে বিক্ষোভ করে।
পরে বিক্ষুব্ধরা জেলা জেলা তাঁতী দলের আহ্বায়ক ও গত চতুর্থ দফা উপজেলা নির্বাচনে একরামের প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের বাড়ির খড়ের গাদায় আগুন দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি র্যাব-পুলিশ টহল দিচ্ছে। জেলা শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, সদর হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত একরামের পুরো শরীর আগুনে ভস্মীভূত হওয়ায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ শনাক্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া অগ্নিদগ্ধ গাড়ি চালক মামুন ও হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
(ওএস/অ/মে ২০, ২০১৪)