যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বিএনপি: রিজভী
স্টাফ রিপোর্টার : গুম, খুন ও অপহরণের অভিযোগ এনে বিএনপির যুগ্মমহাসচিব ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারিক আদালত স্থানান্তর ও রাষ্ট্রীয় সরকারের খুন, গুম ও অপহরণের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহীর ভুবনমোহন পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, ধানাই-পানাই বন্ধ করে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন দিন। না হলে সারাদেশে দাবানল জ্বলে উঠবে।
রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো কর্পুরের মতো উড়ে গেছে, আর বেগম খালেদা জিয়ার মামলা আঠার মতো লেগে গেছে। পুলিশ ও আদালত দিয়ে মামলা আটকে রাখা হচ্ছে। সারাদেশে প্রধানমন্ত্রীর প্রশ্রয়ে গুম, অপহরণ ও হত্যা চলছে।
বিএনপি নেতা রিজভী অভিযোগ করে বলেন, এসবের প্রতিবাদ করায় দেশের বিভিন্ন স্থানে নেতাদের গুম করা হচ্ছে, গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। পুলিশের গুলি খেয়ে আমরা আর বসে থাকতে পারি না। এই সরকারের কবল থেকে রেহাই পেতে হলে আরেকটি লড়াই করতে হবে।
রিজভী নির্বাচন কমিশনকে সরকারের গোলাম মন্তব্য করে বলেন, সিইসি কাজী রকিব উদ্দিন এখন কাজী গোলাম উদ্দিনে পরিণত হয়েছেন। সর্বশেষ অনুষ্ঠিত ১৩টি উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগকে জেতাতে নির্বাচন কমিশন ছিঁচকে চোরের ভূমিকা পালন করেছে।
বিএনপির যুগ্মমহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ চাঁদ ও শহিদুন্নাহার কাজী হেনা, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মণিচত্তর ও সাহেব বাজার জিরো পয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(ওএস/এটিআর/মে ২০, ২০১৪)