‘দেশের উন্নয়নে সকলকে কর দিতে হবে’
স্টাফ রিপোর্টার : দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলকে কর দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার সকালে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে জাতীয় মূসক দিবসের র্যালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৫ম জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস উপলক্ষ্যে এ র্যালির আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
এম এ মান্নান বলেন, কর দেওয়া মানে দেশ গড়া। দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলকে কর দিতে হবে। কর দেওয়া আনন্দ বা খুশির ব্যাপার না হলেও সকলকে তা মানতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বদৌলতে দেশের সবকিছুতে উন্নয়নের হাওয়া লেগেছে। এনবিআরও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেমের মাধ্যমে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন,এনবিআরকেও সেভাবে দেশপ্রেমের প্রতিফলন দেখাতে হবে। সেজন্য কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠনে এনবিআররের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান,এনবিআরের সদস্যরা ছাড়াও বিভিন্ন কর অঞ্চলের কমিশনাররা উপস্থিত ছিলেন।
বক্তব্যের পরপরেই পায়রা ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র্যালিটি এনবিআর ভবনের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস ভবন, হাইকোর্ট মোড়, প্রেসক্লাব, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় এনবিআর ভবনের সামনে এসে শেষ হয়।
(ওএস/এএস/জুলাই ১০, ২০১৫)