মির্জাপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৫
টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত ও ৪জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে বগুড়া জেলার সদর উপজেলার নিশিন্দারা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল আলেক মিয়া (২২) একই জেলার বড়কুথিরা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে সাইফুল ইসলাম(৪০) এবং জয়পুরহাট জেলার কালাই উপজেলার করিমপুর গ্রামের আফসার আলীর ছেলে শুকুর আলী(৩৫)। নিহতদের মধ্যে সাইফুল পিকআপের চালক ।
মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যুবায়েদ আলম জানান, বগুড়া থেকে ঢাকাগামী মুরগীভর্তি পিকআপ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে পিকআপ ও ট্রাকের সামনে দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনুমানিক রাত তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । ময়না তদন্তের পর লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এমএনইউ/জেএ/মে ২০, ২০১৪)