টাঙ্গাইলে কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে যুব ও যুব মহিলাদের ১ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের ৪র্থ ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গাজী মোঃ সাইফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে ৭১ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
(এমএনইউ/জেএ/মে ২০, ২০১৪)