রাজপথে নামার আহ্বান ফখরুলের
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দাবি আদায়ে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ‘মিথ্যা মামলা’ দায়ের ও আদালত পরিবর্তনের প্রতিবাদে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
সরকারকে ‘গণতন্ত্র হত্যা ও অধিকার হরণকারী’ উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রেসক্লাবে নয় দাবি আদায়ে রাজপথে নামাতে হবে।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের নেতাকর্মীদের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। দাবি আদায়ে ফেটে পড়তে হবে।
সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, জনগণের মনের ভাষা বুঝে ভালোয় ভালোয় অতি দ্রুত নির্বাচন দিন। তা না হলে জনগণ নির্বাচন দিতে বাধ্য করবে।
সরকার সারাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে অভিযোগ করে মির্জা আলমগীর বলেন, বর্তমান প্রেক্ষিতে এ সরকারকে হঠানো ছাড়া বিকল্প নেই।
(ওএস/এটিআর/মে ২০, ২০১৪)