নাগরপুরে নৈতিক অবক্ষয় প্রতিরোধে সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে শিক্ষার গুণগতমান বৃদ্ধি, বাল্যবিবাহ, মাদক ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন।
নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাগরপুর উপজেলা ভুমি কর্মকর্তা আবু সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম খান।
এর আগে অত্র বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিও-৫ পাওয়া ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
(এমএনইউ/জেএ/মে ২০, ২০১৪)