খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আদালত পরিবর্তনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এক প্রতিবাদ সভার আয়োজন করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সভা শুরু হয়েছে।
এ সভা ঘিরে প্রেসক্লাবের সামনের সড়কে শতাধিক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান, এপিসি কার ও প্রিজন ভ্যান। এর বাইরে প্রেসক্লাবের ভেতরের বিপুল সংখ্যক পুলিশ রয়েছে।
প্রতিবাদ সভায় উপস্থিত আছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাইদ্দন সফু প্রমুখ।
(ওএস/এটিঅার/মে ২০, ২০১৪)