টাঙ্গাইলে ধর্ষণের পর শিশু হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি : জেলার মধুপুর উপজেলার অরণখোলার ভুটিয়া এলাকায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভুটিয়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, সোমবার সন্ধ্যায় ভুটিয়া গ্রামের কামরুল ইসলাম শিশুটিকে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান। রাতে শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক কিশোর মেয়েটিকে কামরুলের সঙ্গে দেখেছে বলে জানায়।
পরিবারের লোকজন পুলিশে খবর দিলে রাতেই পুলিশ কামরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে কামরুল জানান, মেয়েটিকে ঢাকায় রেখে আসা হয়েছে।কিন্তু পরবর্তীতে তারা ফোনের মাধ্যমে জানতে পারেন যে, ভুটিয়া এলাকায় শিশুটির লাশ পাওয়া গেছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে ।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
(ওএস/জেএ/মে ২০, ২০১৪)