দাগনভূঁঞায় ডাকাতি, নগদ অর্থসহ ৩০ ভরি স্বর্ণ লুট
ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঁঞা পৌরসভার রামানন্দপুর গ্রামের সর্দার বাড়িতে সোমবার রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৩০ ভরি স্বর্ণসহ ২০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।
দাগনভূঁঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, রাত ৩টার দিকে ১০/১২ জনের একটি স্বশস্ত্র ডাকাত দল সর্দার বাড়ির ব্যবসায়ি তোফায়েল আহম্মদের ঘরে ঢোকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণসহ ২০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ওএস/জেএ/মে ২০, ২০১৪)