মির্জাপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুস্তকমারী এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার মির্জাপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জোবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতে ঢাকাগামী একটি মুরগী বোঝাই ট্রাক ওই উপজেলার পুস্তকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুরগীবোঝাই ট্রাকের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
(ওএস/এইচআর/মে ২০, ২০১৪)