আন্তর্জাতিক ডেস্ক: কাল্পনিক ঘটনাকে উপজীব্য করে বিভিন্ন আঙ্গিকে অনেক জনপ্রিয় চলচ্চিত্রই নির্মিত হয়েছে হলিউডে। তবে এবার রূপালী পর্দায় না, বাস্তবেই মানুষ খুন করেছে একটা রোবট।

জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট থেকে ১০০ কিলোমিটার উত্তরে বওন্যাটালে ভক্সওয়াগনের প্লান্টে রোবটের হাতে প্রাণ গেছে এক কন্ট্রাক্টরের। গত সোমবার (২৯ জুন) ঘটনাটি ঘটেছে বলে বুধবার (০১ জুলাই) জানিয়েছে জার্মানভিত্তিক আন্তর্জাতিক গাড়ি প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানটি।

বওন্যাটালের ওই প্লান্টে একটি দল রোবটটি স্থাপনের কাজ করছিল। নিহত ২২ বছরের ওই কন্ট্রাক্টর ওই দলেরই সদস্য বলে জানিয়েছেন ভক্সওয়াগনের মুখপাত্র হেইকো হিলউইগ।

তিনি বলেন, নিশ্চল রোবটটি স্থাপনের সময় হঠাৎ সচল হয়ে ওঠে। কন্ট্রাক্টরকে ধরে এক ধাতব প্লেটে আছাড় মারে।

হেইকো আরও বলেন, প্রাথমিক তদন্তে রোবটটি প্রোগ্রামিংয়ে ত্রুটি ছিল বলেই মনে হচ্ছে। প্রাথমিকভাবে প্লান্টের নির্দিষ্ট এলাকায় গাড়ি প্রস্তুতকারী যন্ত্রাংশ আনা নেওয়া ও তা নিপুনভাবে স্থাপনের দায়িত্ব ছিল রোবটটির।

এদিকে, রোবটের হাতে মানুষের প্রাণ যাওয়ায় বিপাকে পড়েছেন প্রসিকিউটররা। জার্মান সংবাদসংস্থা ডিপিএ এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলার অভিযোগ আনা হবে কি না, এবং আনা হলেও তা কার বিরুদ্ধে আনা হবে, সে দ্বন্দ্বে রয়েছেন আইনজীবীরা।

(ওএস/এসসি/জুলাই০২,২০১৫)