টাঙ্গাইলে অপহরনের ৭ ঘন্টা পর অপহৃত উদ্ধার, আটক ১
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের দীঘুলিয়া দক্ষিনপাড়া থেকে অপহৃত ব্যাবসাী হেনরী কামালকে (৪২) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সে বিভিন্ন জেলায় ব্লিসিং পাউডারর ব্যবসা করত। এসময় অপহরনকারী একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল ৫টায় অপহরনকারীর নিজস্ব গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফিজুর রহমান জানান, সকাল ১০টায় টাঙ্গাইল শহরের নিরালা হোটেল থেকে চট্রগামের পাহারতলী থানার নওয়াপাড়া গ্রামের মৃত এনথনী রিভারওর ছেলে হেনরী কামালকে মাইক্রোবাস যোগে অপহরন করে নিয়ে যায়। অপহরনকারীরা অপহৃতদের পরিবার ও তার কাছে ৫ লাখ টাকা ও পড়ে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে। সেই সাথে ১শ’টাকার দুইটি সাদা স্ট্যাম্পে সই নিয়ে নেয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দীঘুলিয়া দক্ষিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও এলাকার শামসুল হকের ছেলে মোঃ হাসান ইমাম খান (সুখন) নামের এক অপহরনকারীকে আটক করা হয়। এসময় আটককৃত অপহরনকারীর ছোট ভাই সানি পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
(এনইউ/অ/মে ১৯, ২০১৪)