ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২জন যাত্রী নিহত ও অপর ৬জন আহত হয়েছেন।
সোমবার সকালে শহরতলি কাঠগোলা এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরতলি তালতলা এলাকার ওসমান আলির পুত্র সজিব (২৭) ও রহমতপুর এলাকার আব্দুল মান্নানের পুত্র রেজাউল করিম (৩৫)।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাতটার দিকে শহরতলি কাঠগোলা এলাকায় ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি বাস বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই টেম্পুকে চাপা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে টেম্পুতে থাকা আটজন যাত্রীর সকলেই আহত হয়। পরে আহতদের সকলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন দুইজন যাত্রীর মৃত্যু ঘটে।
কোতুয়ালী মডেল থানার ওসি রেজাউল করিম জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।
(এসইএস/এএস/মে ১৯, ২০১৪)