‘দেশকেও ছোট করেছেন প্রধানমন্ত্রী’
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজেকে নয় সেই সাথে বাংলাদেশকেও ছোট করেছেন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী হত্যা, গুম, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে হাস্যকর ব্যক্তিতে পরিণত করেছেন। তিনি দাবি করেছেন, ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির মতো আওয়ামী লীগও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল। তাই বিশাল ম্যান্ডেট পাওয়া এ দুটি দল দুই দেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারবে।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যে নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে এবং দেশের ৯৫ শতাংশেরও বেশি মানুষ ভোটকেন্দ্র যায়নি; সেখানে বিপুল ম্যান্ডেটের কথা বলে তিনি (শেখ হাসিনা) নিজেকে যেমন ছোট করেছেন, তেমনি বাংলাদেশকেও ছোট করেছেন।
(ওএস/এটিআর/মে ১৯, ২০১৪)