বিএনপির লাফালাফি কাজে আসবে না
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ভারতের নির্বাচন নিয়ে বিএনপির লাফালাফি কোন কাজে আসবে না।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নিজামুদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা দানকালে তিনি এ কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, ভারতের নির্বাচন নিয়ে বিএনপি নির্লজ্জভাবে লাফালাফি করছে। তাদের লাফালাফি কোন কাজে আসবে না। ভারতের সঙ্গে আমাদের আগে মধুর ও ঐতিহাসিক সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে অনিষ্পত্তিকৃত সমস্যা সমাধানে আশাবাদী।
সাহারা খাতুন বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে নূর হোসেনের মতো গুপ্তচরদের আওয়ামী লীগে ঢুকিয়ে দিয়েছে বিএনপি
সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
(ওএস/এটি/মে ১৯, ২০১৪)