স্টাফ রিপোর্টার : বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতের আঞ্চলিক জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহসহ বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করেছে। এ কারণে ভারত নিজের স্বার্থেই বিএনপির সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

হাছান মাহমুদ আরও বলেন, ভারতের পররাষ্ট্র নীতিই হলো আঞ্চলিক নিরাপত্তা। ভারতে বিজেপি জয়ী হয়েছে বলে আপনাদের পুলকিত হওয়ায় কিছু নেই। বিএনপির রাজনৈতিক দর্শনই হলো ভারত বিরোধিতা করা। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তির উপর গড়ে ওঠা বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এটি/মে ১৯, ২০১৪)