মেঘনায় লঞ্চডুবি, আরও ১ মৃতদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি : উদ্ধার কাজের সমাপ্তি টানা হলেও মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনায় লঞ্চডুবিতে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬-তে।
গজারিয়া থানার এএসআই হাবিবুর রহমান জানান, গজারিয়ার নয়ানগর গ্রামসংলগ্ন মেঘনায় রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক যুবকের মৃতদেহ (৩০) উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার করা যুবকের পরিচয় জানাতে পারেননি তারা।
এদিকে ঘটনাস্থলে মৃতদেহ না পেয়ে অনেকেই ট্রলার নিয়ে ছুটছেন মেঘনার বুকে নিখোঁজ স্বজনদের সন্ধানে।
উদ্ধার হওয়া ৫৬টি মৃতদেহের মধ্যে ৫৫টি ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি তথ্যে নিখোঁজ ৫ জন। কিন্তু স্বজনদের দাবি আরও বেশি। তবে এখনো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কোস্টগার্ড উদ্বার কাজ অব্যাহত রেখেছে।
মেঘনাবক্ষে লঞ্চ ডুবে যাওয়ায় স্থলসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় নৌ-টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে জেলার গজারিয়ার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনাবক্ষে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ লঞ্চ ডুবে যায়।
(এইচআর/মে ১৯, ২০১৪)