লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা শিবির সভাপতি মো. সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার লামচর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. সাইফুল ইসলাম উপজেলার ইছাপুর ইউনিয়নের হরিশচর গ্রামের বাসিন্দা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লামচরের বেড়িবাঁধ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে শিবির নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হরতাল-অবরোধসহ সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

(এইচআর/মে ১৯, ২০১৪)