শিবগঞ্জে অাগ্নেয়াস্ত্রসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, ৪৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক অস্ত্র ব্যবসায়ীদের নামপরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার উপ পরির্দশক (এসআই) মাহফুজ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার কলেজ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে থেকে একটি বিদেশি পিস্তল, ৪৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
(ওএস/পিবি/জুন ২০,২০১৫)